ধর্ষণের অভিযোগে বিপাকে আরসিবি তারকা যশ দয়াল, ঘরোয়া লিগে খেলা অনিশ্চিত!
উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (UPSA) তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কারণে তাকে লিগে খেলতে নিষেধাজ্ঞা দিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৪: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(Royal Challengers Bengaluru) তারকা পেসার যশ দয়ালের(Yash Dayal) ব্যক্তিগত জীবনের বিতর্ক এখন সরাসরি তার ক্রিকেট ক্যারিয়ারে প্রভাব ফেলছে। তাঁর উপরে গাজিয়াবাদের এক তরুণীর দায়ের করা ধর্ষণের অভিযোগ ঘিরে আদালতে মামলা চলছে। এদিকে উত্তর প্রদেশ টি-২০ লিগে তাঁর অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছে।
এই বছরের নিলামে ৭ লক্ষ টাকায় গোরখপুর লায়ন্স দলে যোগ দেন দয়াল। কিন্তু এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (UPSA) তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কারণে তাকে লিগে খেলতে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে গোরখপুর লায়ন্সের মালিক বিশেষ গৌর জানিয়েছেন, ইউপিসিএ থেকে এই বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
প্রথম এফআইআরটি ৬ জুলাই গাজিয়াবাদ জেলার ইন্দিরাপুরম থানায় দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধির সমতুল্য ভারতীয় ন্যায় সংহিতা-এর ৬৯ ধারার অধীনে প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে দয়াল তাকে যৌনভাবে শোষণ করেছেন।
যশ দয়াল তাঁর আবেদনে জানিয়েছেন, ৬৯ ধারায় অপরাধ প্রমাণের জন্য দেখাতে হবে যে অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেটি পূরণের কোনো ইচ্ছা ছিল না। তিনি তার গ্রেপ্তার স্থগিত করা এবং এফআইআর বাতিলের আবেদন করেছেন।
অভিযোগকারিণীর দাবি, প্রায় পাঁচ বছর আগে তাদের প্রথম পরিচয় হয়। দয়াল তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন, কিন্তু সময়ে সময়ে সেটি পিছিয়ে দেন। পরে তিনি জানতে পারেন, দয়ালের জীবনে অন্য মহিলার সঙ্গেও সম্পর্ক রয়েছে।
এই ঘটনায় যশ দয়ালের মাঠের বাইরে থাকা শুধু তার ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং দলের পরিকল্পনাতেও ধাক্কা দিচ্ছে। গোরখপুর লায়ন্সের হয়ে তার খেলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।