নারী নির্যাতন! IPL জয়ী তারকার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ

কিছুদিন আগেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির আইপিএল জয়ের অনুষ্ঠানে একাধিক মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়।

July 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৫: দীর্ঘ ১৮ বছর পর এই মরসুমে আইপিএল(IPL) ট্রফি জয়ের সাধ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(Royal Challengers Bengaluru)। কিন্তু এই জয়ের পর থেকেই বির্তক যেন মোটেও পিছু ছাড়ছে না আরসিবির। একের পর এক বিতর্কের মুখে এই জনপ্রিয় দল। কিছুদিন আগেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির আইপিএল জয়ের অনুষ্ঠানে একাধিক মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে ছিল গোটা দেশ। এবার আরেক বির্তকের মুখে আরসিবির তারকা বোলার! কে সেই প্লেয়ার ? বিরাটের দলের নির্ভর যোগ্য বোলার যশ দয়াল(Yash Dayal)। সবাই এই প্লেয়ারকে চেনে তাঁর বোলিং দক্ষতার জন্য। তবে এবার তাঁর নামেই উঠলো এক নারীর উপরে শারীরিক ও মানসিক হেনস্তার অভিযোগ! যার ফলে এই প্লেয়ার পড়েছে মহা বিপদে। কী কারণে এই অভিযোগ?

শোনা যাচ্ছে দীর্ঘ ৫ বছর ধরে এক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল যশের। তাদের এই সম্পর্ক বিবাহ বন্ধন অবধি গড়ানার কথা ছিল! তবে সেই মেয়েটির সঙ্গে সম্পর্ক থাকা কালীনই আরও একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন এই তারকা পেস বোলার। এবার তা জানাজানি হতেই সেই মেয়েটি যশের নামে অভিযোগ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের(Yogi Adityanath) কাছে।

তবে সোজা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগের কারণ কী? স্থানীয় পুলিশের উপরে আস্থা না থাকায় সেই মেয়ে সরাসরি যোগি আদিত্যনাথের কাছে অভিযোগ জানায়। মেয়েটি এই ঘটনার পরে দাবি করেছে তিনি নাকি শারীরিক, মানসিক ও আর্থিক ভাবে নিঃস্ব হয়ে গিয়েছেন। তিনি এর ফলে মানসিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে। শেষে আর নিতে না পেরেই অভিযোগ করেছেন। এবার দেখার বিষয় এই ঘটনার রেশ কত দুর গড়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen