আজ মোতেরায় ‘রয়্যাল’ লড়াই – আইপিএল ফাইনালে উঠবে কে?

আজ গুজরাতের মোতেরা স্টেডিয়াম সাক্ষী থাকবে ‘রয়্যাল’ লড়াইয়ের।

May 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: টুইটার

আজ গুজরাতের মোতেরা স্টেডিয়াম সাক্ষী থাকবে ‘রয়্যাল’ লড়াইয়ের। একদিকে রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ যে দল জয়ী হবে, তারা ২৯ মে ফাইনালে মুখোমুখি হবে গুজরাত টাইট্যান্স এর। স্বভাবতই আজকের ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে প্লে-অফে উঠেছে, এটাই একটা বিস্ময়। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি না হারলে হয়তো আজ গুজরাতে অন্য দল মাঠে নামত। প্লে-অফে জায়গা পাকা হতেই আইপিএল জিততে মরিয়া বেঙ্গালুরু। যে কোনও মূল্যে ট্রফি চাই দলের। গত চোদ্দ বছর ধরে বেঙ্গালুরুর জুটছে শুধুই হতাশা। তিনবার ফাইনালে উঠেও স্বপ্নপূরণ হয়নি। এইবছর কি বাজিমাত করবে আরসিবি? এই প্রশ্নটাই ভাবাচ্ছে সমর্থকরদের।

ইডেনে লখনৌয়ের বিরুদ্ধে খেলায় এক নতুন তারকার জন্ম দিয়েছে বেঙ্গালুরু। রজত পাটীদার। তাঁর অপরাজিত ১১২ রানের ইনিংসই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। প্রচারের আলোয় এখন পাটীদার। শুক্রবারের ম্যাচেও নজর থাকবে তাঁর দিকে। অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান ১৮৮ রান তুলেও হেরে গিয়েছিল গুজরাতের কাছে। ডুবিয়েছিল মূলত বোলিং। আজ তাঁরা ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই এখন দেখার জন্য মুখিয়ে আছে দেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen