Madhya Pradesh: মধ্যপ্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে শুতে যাওয়ার আগে রামচরিতমানস পাঠ বাধ্যতামূলক!
১৬ শতকে তুলসীদাসের লেখা এই সংস্করণটি রামায়ণের অবধি রূপান্তর। এখন সেটিই ধর্মের নামে শাসকের বেছে নেওয়া প্রশিক্ষণ ম্যানুয়াল হয়ে উঠেছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩২: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পুলিশ ট্রেনিং স্কুলগুলোতে (Police Training Schools) এখন থেকে রাতের ঘুমের আগে শিক্ষানবীশ পুলিশদের জন্য নতুন ‘ধর্মীয়’ ডিউটি শুরু করছে সেখানকার বিজেপি সরকার। শুতে যাওয়ার আগে সবাইকে পাঠ করতে হবে রামচরিতমানসের (Ramcharitmanas) কিছু অধ্যায়, এমনই নিদান জারি করা হয়েছে।
১৬ শতকে তুলসীদাসের (Tulsidas) লেখা এই সংস্করণটি রামায়ণের (Ramayana) অবধি (Awadhi) রূপান্তর। এখন সেটিই ধর্মের নামে শাসকের বেছে নেওয়া প্রশিক্ষণ ম্যানুয়াল হয়ে উঠেছে বলে সমালোচকরা কটাক্ষ করছেন।
সম্প্রতি মধ্যপ্রদেশের সমস্ত পুলিশ ট্রেনিং স্কুলের সুপারিন্টেনডেন্টদের এক বৈঠকে ট্রেনিং এডিজি রাজাবাবু সিং প্রস্তাব দেন যে, প্রতিদিন রাতের শেষে ট্রেনিদের যেন সম্মিলিতভাবে রামচরিতমানসের চৌপাই পাঠ করানো হয় ব্যারাকের ভেতরে।
তাঁর মতে, এই উদ্যোগ পুলিশদের “নৈতিকতা ও মনন উন্নত” করবে। প্রশ্ন উঠছে, তা হলে কি ভবিষ্যতের পুলিশ সংবিধান নয়, রাম নামেই শপথ নেবে?
প্রশ্ন উঠছে, রাজ্যে বিজেপি সরকার (BJP Government) থাকতেই পুলিশের ঘুম আসছে এখন ‘রাম রাম’ বলে?
ধর্মনিরপেক্ষতা (secularism) যেখানে সংবিধানের মূল স্তম্ভ, সেখানে এমন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত – সেই প্রশ্ন উঠছে শিক্ষাবিদ থেকে মানবাধিকার কর্মীদের পক্ষ থেকেও।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পুলিশ ট্রেনিং স্কুলগুলোতে (Police Training Schools) এখন থেকে রাতের ঘুমের আগে শিক্ষানবীশ পুলিশদের জন্য নতুন ‘ধর্মীয়’ ডিউটি শুরু করছে সেখানকার বিজেপি সরকার। শুতে যাওয়ার আগে সবাইকে পাঠ করতে হবে রামচরিতমানসের (Ramcharitmanas) কিছু অধ্যায়, এমনই নিদান জারি করা হয়েছে।
১৬ শতকে তুলসীদাসের (Tulsidas) লেখা এই সংস্করণটি রামায়ণের (Ramayana) অবধি (Awadhi) রূপান্তর। এখন সেটিই ধর্মের নামে শাসকের বেছে নেওয়া প্রশিক্ষণ ম্যানুয়াল হয়ে উঠেছে বলে সমালোচকরা কটাক্ষ করছেন।
সম্প্রতি মধ্যপ্রদেশের সমস্ত পুলিশ ট্রেনিং স্কুলের সুপারিন্টেনডেন্টদের এক বৈঠকে ট্রেনিং এডিজি রাজাবাবু সিং প্রস্তাব দেন যে, প্রতিদিন রাতের শেষে ট্রেনিদের যেন সম্মিলিতভাবে রামচরিতমানসের চৌপাই পাঠ করানো হয় ব্যারাকের ভেতরে।
তাঁর মতে, এই উদ্যোগ পুলিশদের “নৈতিকতা ও মনন উন্নত” করবে। প্রশ্ন উঠছে, তা হলে কি ভবিষ্যতের পুলিশ সংবিধান নয়, রাম নামেই শপথ নেবে?
প্রশ্ন উঠছে, রাজ্যে বিজেপি সরকার (BJP Government) থাকতেই পুলিশের ঘুম আসছে এখন ‘রাম রাম’ বলে?
ধর্মনিরপেক্ষতা (secularism) যেখানে সংবিধানের মূল স্তম্ভ, সেখানে এমন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত – সেই প্রশ্ন উঠছে শিক্ষাবিদ থেকে মানবাধিকার কর্মীদের পক্ষ থেকেও।