UEFA Champions League-এর প্রথম রাতে রিয়াল মাদ্রিদের ইতিহাস, এমবাপ্পের জোড়া গোল, ঐতিহাসিক ২০০তম জয়

September 17, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

EXCLUSIVE: Kylian Mbappe brutally told he 'doesn't make the difference' in battle to win the Champions League as ex-Barcelona star has his say on Real Madrid's chances | Goal.com India

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৩৫: চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী রাতে দাপট দেখাল কিলিয়ান এমবাপে। তাঁর জোড়া পেনাল্টি গোলে ১০ জনের রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে হারাল মার্শেইকে। এর সঙ্গে ইতিহাসও গড়ল স্প্যানিশ জায়ান্টরা। এই প্রতিযোগিতার নতুন যুগ শুরু হওয়ার পর থেকে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ২০০তম জয়ের মাইলফলক ছুঁল ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। নতুন কোচ হিসেবে প্রথম ইউরোপীয় ম্যাচেই জয়ের স্বাদ পেলেন প্রাক্তন মাদ্রিদ মিডফিল্ডার জাবি আলোনসো।

ম্যাচের শুরুতে চমক দেখায় মার্শেই। কিংবদন্তি জর্জ ওয়েয়াহর ছেলে টিমোথি ওয়েয়াহর গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। মেসন গ্রিনউড মিডফিল্ডে রিয়ালের আরদা গুলারকে ছিনিয়ে নেওয়া বল থেকে এই গোলটি হয়। কিন্তু ২৯ মিনিটে রদ্রিগোকে ফাউল করার ফলে পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে এমবাপে গোল করে সমতা ফেরান। এরপর ৭২ মিনিটে মাদ্রিদ অধিনায়ক দানি কারভাহাল মাথা দিয়ে প্রতিপক্ষ গোলকিপার জেরোনিমো রুলিকে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ দিকে আবারও পেনাল্টি পায় রিয়াল, প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবলের ফলে। ৮১ মিনিটে এমবাপে সেখান থেকে গোল করে জয় নিশ্চিত করেন। এই দুই গোলের সুবাদে রিয়ালের জার্সিতে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ৫০, মাত্র ৬৪ ম্যাচে।

ম্যাচ শেষে রিয়ালের মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে বলেন,
“আমরা খুশি যে এমবাপে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন। আমাদের দায়িত্ব বলকে তার কাছে পৌঁছে দেওয়া, যাতে সে আরও বেশি সুযোগ তৈরি করতে পারে।”

তবে খারাপ খবরও ছিল রিয়াল শিবিরে। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড মাত্র পাঁচ মিনিট খেলে চোটের কারণে মাঠ ছাড়েন।

এদিন অন্যান্য ম্যাচে বড় চমক দেখা যায়। আর্সেনালের তারকা নতুন সাইনিং ভিক্টর গিয়োকেরেস গোল করতে ব্যর্থ হলেও বদলি হিসেবে নেমে গ্যাব্রিয়েল মার্টিনেলি ও লিয়ান্দ্রো ট্রসার্ডের গোলের সৌজন্যে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারায় গানাররা।

নতুনদের মধ্যে শুরু করেছে বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-জিলোয়েজ। ৯০ বছর পর দেশীয় লিগ জিতে ইউরোপে ওঠা এই ক্লাবটি ৩-১ ব্যবধানে হারায় পিএসভি আইন্দহোভেনকে। প্রতিযোগিতার প্রথম গোলটি আসে কানাডিয়ান প্রমিজ ডেভিডের পেনাল্টি থেকে। পিএসভির রিকার্ডো পেপির দুটি ভুলে বিরতির আগে ২-০ করে ফেলে ইউনিয়ন। এরপর ৮১ মিনিটে কেভিন ম্যাক অ্যালিস্টারের গোলে ৩-০ করে জয়ের পথ পাকা করে তারা। পিএসভির একমাত্র গোলটি আসে ৯০ মিনিটে রুবেন ভ্যান বোমেলের পায়ে।

অন্যদিকে, জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচটি ছিল গোলের বন্যা। ৪-৪ ড্র হয় তুরিনে। একই সময়ে কারাবাগ দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ জিতে নেয় বেনফিকার মাঠে।

নতুন ফরম্যাটে এবার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে যাবে, পরের ১৬ দল যাবে প্লে-অফে। প্রথম রাতের নাটকীয়তায় প্রমাণ মিলল, এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ হবে আরও রোমাঞ্চকর ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen