‘ভালো আচরণের স্বীকৃতি’- ১৪ বছর কারাবাসের পর মুক্ত ৮৪০ বন্দি, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

September 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: বন্দিজীবনে ভালো আচরণের স্বীকৃতিস্বরূপ রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮৪০ বন্দি মুক্তি পেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই তথ্য জানান। আরও ৪৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষদের মধ্যে, যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়েছে, তাঁদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। আমি তাঁদের এবং তাঁদের পরিবারের সকলকে অভিনন্দন জানাই।”

তিনি আরও যোগ করেন, বন্দিজীবনে মুক্তিপ্রাপ্তদের আচরণ ভালো ছিল, আর সেই আচরণেরই স্বীকৃতি এই মুক্তি। “সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আমি আশা করব, এই মুক্তিপ্রাপ্ত বন্দিরা তাঁদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন। তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।”

https://x.com/MamataOfficial/status/1968593366515691790?t=O2vvpj-efrcu_lumNTwh8A&s=19

আইন অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ১৪ বছর বা তারও বেশি সময় কারাভোগের পর মুক্তির আবেদন করতে পারেন। আদালতের পরামর্শ এবং সংশোধনাগারে তাঁদের আচরণ, মানসিক পরিবর্তনসহ নানা দিক বিবেচনা করে রাজ্য সরকার সেই সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, সম্প্রতি সুব্রত সরকার নামে কলকাতার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি জেল থেকে মুক্তি পেয়ে সমাজের মূলস্রোতে ফিরেছেন। তাঁকে পুনর্বাসনের জন্য রাজ্য প্রশাসনের তরফে সাহায্য করা হয়েছে। ব্যাঙ্ক ঋণের মাধ্যমে তাঁকে একটি অটো কিনে দেওয়া হয়েছে। এখন প্রতিদিন রাসবিহারি থেকে বেহালা রুটে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen