বীরভূম জেলা বইমেলায় রেকর্ড বিক্রি, খুশি বই বিক্রেতারা

বইপ্রেমীদের এহেন আগ্রহে বিক্রেতারা খুবই খুশি।

January 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বই বিক্রির নিরিখে নয়া রেকর্ড গড়ল ৪২তম বীরভূম জেলা বইমেলা। রামপুরহাটের জেলা বইমেলায় এক সপ্তাহে ৬০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। বইপ্রেমীদের এহেন আগ্রহে বিক্রেতারা খুবই খুশি।

রামপুরহাটে ৪২তম বীরভূম জেলা বইমেলা ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল। বুধবার মেলার শেষ দিনে প্রকাশক ও বুক সেলাররা অত্যন্ত খুশি ছিলেন। এবার রামপুরহাট হাইস্কুলের মাঠকে বেছে নেওয়া হয়েছিল। মেলায় ৭০টি স্টল ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন করা হচ্ছে মেলায় লোক আনতে।

জানা গিয়েছে, বীরভূমের ১২৪টি রুর‌্যাল লাইব্রেরি ১৫ হাজার টাকা করে বই কিনেছে। ১০টি টাউন লাইব্রেরি ১৮ হাজার করে ও জেলা লাইব্রেরি ৪০ হাজার টাকার বেশি বই কিনেছে। প্রতিদিন ৪ থেকে ৬ লক্ষ টাকার খুচরো বই বিক্রি হয়েছে। মেলার সাতদিনে প্রায় ৬০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বলেই জানা যাচ্ছে। যা অদ্যাবধি রামপুরহাটে জেলা বইমেলায় সর্বকালীন রেকর্ড। ই-বুকের যুগেও এত বই বিক্রি হওয়ায় অত্যন্ত খুশি প্রকাশকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen