এক মাসে রেকর্ড আয়! আর কী কী নজির শিলিগুড়ির বেঙ্গল সাফারির?

নয় বছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের উদ্বোধন হয়েছিল।

February 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আয়ের নিরিখে রেকর্ড গড়ল শিলিগুড়ির বেঙ্গল সাফারি। শুরু হওয়ার পর থেকে ন’বছরে এই প্রথম মাসে এক কোটি টাকারও বেশি টাকা আয় করল শিলিগুড়ির বেঙ্গল সাফারি। সাফারি কর্তৃপক্ষের মতে, কেবল জানুয়ারি মাসেই ১ কোটি ১০ লক্ষ ৫২ হাজার ৯২০ টাকা আয় হয়েছে।পর্যটকদের সংখ্যার বিচারেও বেঙ্গল সাফারি রেকর্ড করেছে। জানুয়ারিতে সাফারি পার্কে ৬২ হাজার ৫২০টি টিকিট বিক্রি হয়েছে। যা সাফারির ইতিহাসে সর্বকালীন রেকর্ড। সাফারি কর্তৃপক্ষের মতে, পার্কে নতুন পশুর আগমন, বিভিন্ন অ্যাডভেঞ্চার গেমসের উদ্বোধন-সহ একাধিক পদক্ষেপের জন্য এত বিপুল সংখ্যক মানুষ এসেছেন।

নয় বছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের উদ্বোধন হয়েছিল। পার্কে ধাপে ধাপে একাধিক পশু-পাখি আনা হয়েছে। লেপার্ড, হাতি, ময়ূর, ফিশিং ক্যাটের পাশাপাশি দুটি রয়েল বেঙ্গল টাইগারও নিয়ে আসা হয়। বাঘের দুটির মিলনের পর থেকে সাফারি পার্কে রয়েল বেঙ্গলের সংখ্যা বাড়তে থাকে। বাঘ দেখতেই সাফারি পার্কে পর্যটকদের আনাগোনা বাড়ে। রয়েল বেঙ্গল টাইগার শীলার প্রথম সন্তান সাদা বাঘ কিকা আকর্ষণের কারণ হয়ে ওঠে। দুটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার আনা হয়। জেনিফার এবং ফূর্বু নামের দুই ভালুক দেখতেও পর্যটকরা ভিড় করেন।

পর্যটকদের সংখ্যা বাড়তে থাকে। বিগত বছরের ডিসেম্বর থেকে সাফারি পার্কে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। চলতি বছরের জানুয়ারিতে অনেকটাই বাড়ে পর্যটকদের আনাগোনা। জানুয়ারিতে ম্যানড্রিল, উল্লুকের মতো প্রাণীও আনা হয় সাফারি পার্কে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen