উত্তরবঙ্গে লাল সতর্কতা, রাজ্যে SIR বিতর্ক, দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক, ঐক্য দিবসে দেশজুড়ে কর্মসূচি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরে নজর—
উত্তরবঙ্গে ফের বিপর্যয়ের আশঙ্কা:
৪ অক্টোবরের ভয়াবহ বৃষ্টি, হড়পা বান ও ধসের পর ফের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। তাই উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতির দিকে বিশেষ নজর থাকবে আজ।
আজ জাতীয় ঐক্য দিবস:
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন আজ। তাঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘রাষ্ট্রীয় ঐক্য দিবস’। গুজরাটের একতা নগরে হবে মূল অনুষ্ঠান, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
SIR ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি, ভার্চুয়াল বৈঠকে অভিষেক
রাজ্যে শুরু হওয়া SIR-কে ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। পানিহাটি, বীরভূমে আত্মঘাতী হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক। শাসক শিবির বলছে আতঙ্কে আত্মহত্যা, বিরোধীরা বলছে তৃণমূলই আতঙ্ক ছড়াচ্ছে। আজ দিনভর নজর থাকবে এই বিতর্কের গতিপ্রকৃতির দিকে। বিকেলে ভার্চুয়াল বৈঠকে বসছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতা, পদাধিকারীদের বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। SIR নিয়ে কী বার্তা দেবেন অভিষেক, সেদিকেও নজর থাকবে।
বিহার নির্বাচনে ইস্তেহার যুদ্ধ শুরু
বিহার বিধানসভা ভোটের আর এক সপ্তাহও বাকি নেই। ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করেছে মহাগঠবন্ধন, আজ প্রকাশ হতে পারে NDA-র নির্বাচনী প্রতিশ্রুতিপত্র। বড় নেতাদের উপস্থিতিতে আজই হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস:
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। সকালে নয়াদিল্লির শক্তিস্থলে কংগ্রেসের তরফে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান, যোগ দেবেন রাহুল, সোনিয়া ও মল্লিকার্জুন খাড়্গে-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
সুপার কাপে ডার্বির উত্তাপ:
আজ সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। জেতা দলই উঠবে সেমিফাইনালে। মরশুমের চতুর্থ ডার্বি ঘিরে বাড়ছে উন্মাদনা। আগের তিন ডার্বির মধ্যে দুটি জিতেছে ইস্টবেঙ্গল, একটিতে জয় মোহনবাগানের। খেলা শুরু সন্ধে সাড়ে ৭টায়।
ভারত বনাম অস্ট্রেলিয়া—দ্বিতীয় টি-টোয়েন্টি আজ:
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে দুই দল। সিরিজে লিড নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। খেলা শুরু দুপুর ১টা ৪৫ মিনিটে।