শনিবার রাত থেকেই বন্ধ রেড রোড, রবিবার ভোর থেকে স্তব্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা

November 29, 2025 | 2 min read
Published by: Proteem Basak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫০: ম্যারাথন দৌড়ের আয়োজনের জন্য রবিবার ভোর থেকে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। তবে শুধু রবিবার নয়, শনিবার রাত থেকেই শহরের মূল কেন্দ্র রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে।

শনিবার রাত থেকেই নিয়ন্ত্রণ: শনিবার রাত ১১টা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ করা হচ্ছে। এই নিয়ন্ত্রণ রবিবার দুপুর ১টা পর্যন্ত বা ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রবিবার ভোর থেকে বন্ধ অন্যান্য রাস্তা: কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত (বা ম্যারাথন শেষ হওয়া পর্যন্ত) শহরের আরও বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এই তালিকায় রয়েছে, খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা এভিনিউ, কুইন্‌সওয়ে, আউটরাম ঘাট এবং নিউ পার্ক স্ট্রিট।

রবিবার ভোর ৪টে থেকে বেশ কিছু রাস্তায় পণ্যবাহী গাড়ির চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মধ্যে অন্যতম, জওহরলাল নেহরু রোড (লেনিন সরণি থেকে এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত), ডাফরিন রোড, খিদিরপুর রোড, এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার পর্যন্ত) এবং নিউ রোড, হসপিটাল রোড, লাভার্‌স লেন এবং পার্ক সার্কাস সাত মাথার মোড়।

ম্যারাথনের প্রয়োজনে প্রয়োজন অনুসারে মেয়ো রোড, ডাফরিন রোড, জওহরলাল নেহরু রোড, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজন অনুসারে গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।

বাস ও মিনিবাসের যাত্রাপথে বদল হবে। এজেসি বোস রোড হয়ে হাওড়ামুখী বাস ও মিনিবাসগুলিকে ডিএল খান রোড এবং বেলভার্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ডায়মন্ডহারবার রোড হয়ে হাওড়ার দিকে যাওয়া বাসগুলিকে হেস্টিংসের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এজেসি বোস উড়ালপুল ব্যবহার করে হাওড়ার দিকে যাওয়া ছোট গাড়িগুলিকে হসপিটাল রোড, লাভার্স লেন হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের এই নির্দেশিকা মেনে চলার জন্য পুলিশ শহরের নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen