উন্নত পরিকাঠামো – বাংলায় কমল শিশুমৃত্যুর হার

প্রথম ত্রৈমাসিকে ডাক্তারি পরীক্ষা করানো মহিলাদের হার ২০১৫-১৬ সালের ৫৪.৯ শতাংশের তুলনায় ২০১৯-২০তে বেড়ে হয়েছে ৭২.৬ শতাংশ।

December 14, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার প্রকাশিত হয়েছে পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার রিপোর্ট। ২০১৯-২০ সালের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় দেখা গেছে গত পাঁচ বছরে উন্নত প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য বাংলায় সদ্যোজাত এবং শিশুমৃত্যুর হার (Child Mortality Rates) উল্লেখযোগ্যভাবে কমেছে। শহরের তুলনায় গ্রাম বাংলায় বেশি জন্মেছে কন্যা সন্তান। কমেছে মহিলা পিছু সন্তানের হার।

সদ্যোজাতের মৃত্যুর হার কমে হয়েছে প্রতি হাজারে ১৫.৫। ২০১৫-১৬ সালে এই সংখ্যা ছিল ২২। একই সময়ে শিশুমৃত্যুর হার ২৭.৫ থেকে কমে ২২ হয়েছে। ৫বছরের কম বয়সীদের মৃত্যুর হার ৩১.৮ থেকে কমে ২৫.৪ হয়েছে। ৬মাস থেকে ২৩ মাস পর্যন্ত শিশুদের সম্পূর্ণ খাদ্য মেলার হার ১৯.৬ থেকে বেড়ে ২৩.৪ শতাংশ হয়েছে।

প্রতি ১০০০ ছেলে পিছু মেয়ে জন্মেছে ৯৭৩। ২০১৫-১৬ সালে এই সংখ্যা ছিল ৯৬০। শহরে এই সংখ্যা ৯২১ এবং গ্রামে ৯৯৩। এর কারণ হিসেবে বিশেষজ্ঞদের মাথায় এসেছে মহিলাদের শিক্ষার বিষয়টি। মহিলা পিছু সন্তানের হার ২০১৫-১৬ সালে ছিল ১.৮ যা কমে হয়েছে ১.৬।

প্রথম ত্রৈমাসিকে ডাক্তারি পরীক্ষা করানো মহিলাদের হার ২০১৫-১৬ সালের ৫৪.৯ শতাংশের তুলনায় ২০১৯-২০তে বেড়ে হয়েছে ৭২.৬ শতাংশ। ৬মাস আয়রন ফলিক অ্যাসিড খাওয়া মহিলাদের হার ৬ শতাংশ থেকে বেড়ে ৩০.৫ শতাংশ হয়েছে। প্রাতিষ্ঠানিক প্রসবের হার ২০১৫-১৬ সালের ৭৫.২ শতাংশের তুলনায় বেড়ে ২০১৯-২০ সালে ৯১.৭ শতাংশ হয়েছে। প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীর হার একই সময়ে ৮১.৬ শতাংশ থেকে বেড়ে ৯৪.১ শতাংশ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen