লাইসেন্স বাধ্যতামূলক! টোটো নিয়ন্ত্রণে আর কী নির্দেশ পরিবহণ দপ্তরের?

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, টোটোর রেজিস্ট্রেশন এবং পারমিটের ব্যবস্থা করা হবে।

December 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিন দিন টোটোর দাপট। ফলে যানজট বাড়ছে, বাড়ছে দুর্ঘটনাও। এবার টোটো নিয়ন্ত্রণে নয়া নির্দেশ জারি করল পরিবহণ দপ্তর। টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হল। টোটো চালকদের আলাদাভাবে লাইসেন্স করতে হবে বলেও জানানো হয়েছে। জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশ না-মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, টোটোর রেজিস্ট্রেশন এবং পারমিটের ব্যবস্থা করা হবে। টোটোতে কিউআর কোড এবং নম্বরযুক্ত স্টিকার বসানোর কথাও জানিয়েছিলেন। এরই প্রেক্ষিতে ব্যাটারিচালিত গাড়ি টোটোর রেজিস্ট্রেশন এবং চালকেরও লাইসেন্স করানোর নির্দেশ দিল দপ্তর। অনেক সময় দেখা যায়, নাবালকরাও টোটো চালিয়ে থাকে। দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। ফলে ১৮ বছরের নীচে কাউকে টোটো চালানোর লাইসেন্স দেওয়া হবে না। নির্দেশ পাওয়ার পরই কাজ শুরু হয়ে গিয়েছে। টোটোর রুট নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। ফলে রাস্তায় যানজট বা দুর্ঘটনার প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।

রেজিস্ট্রেশনের ছাড়পত্র দেওয়ার আগে চালকদের পরীক্ষা হবে। দশদিন ধরে পরীক্ষা করে খতিয়ে দেখা হবে তারা ঠিকমতো পথ আইন জানেন কি-না। তারপরেই লাইসেন্স দেওয়া হবে টোটো চালকদের। পাশাপাশি পরিবহণ দপ্তর টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen