Vogue-এর কভার গার্ল রূপে নেট দুনিয়া কাঁপালেন রেখা, দেখুন ছবি

প্রবীণ অভিনেত্রীকে দেখা গেছে আন্তর্জাতিক ম্যাগাজিন Vogue- আরবের জন্যে বেশ কিছু ফটোশ্যুট করতে।

July 10, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার সৌন্দর্যের পাগল কোটি কোটি ভক্ত। শুধু অভিনয় নয়, তাঁর লুকের কারণেও অনেকটাই খবরে থাকেন তিনি। তাঁর স্টাইল দেখে মনে হয় ৬৪ বছর বয়সী রেখার জন্য বয়স মাত্র একটি সংখ্যা। সম্প্রতি আবারও তা প্রমাণ করেছেন তিনি। প্রবীণ অভিনেত্রীকে দেখা গেছে আন্তর্জাতিক ম্যাগাজিন Vogue- আরবের জন্যে বেশ কিছু ফটোশ্যুট করতে। এই ছবিতে অভিনেত্রীর হীরার নেকপিস থেকে শুরু করে তাঁর শাড়ি অনেকটাই শিরোনাম হয়েছিল।

Vogue-এর এই বিশেষ ফটোশুটে রেখা শুধু ১৬১.৬২ ক্যারেটের ডায়মন্ড নেকপিস পরেননি, তাঁকে মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি শাড়িও পরতে দেখা গেছে। একই সময়ে, তাঁর দুই-তিনটি লুক খুব আলোচিত হয়েছিল যেখানে তাঁকে রানীর মতো দেখাচ্ছিল। তাঁর ছবি নেটিজেনদের হৃদয় জয় করেছে, ছবিগুলো সমাজ মাধ্যমে যেমন প্রশংসিত হয়েছে, তার সাথে সাথে হয়েছে লাইক-শেয়ারের বন্যা।

এক সাক্ষাৎকারে নিজের জীবনের রহস্য উন্মোচন করেছেন রেখা। তিনি বলেছেন, ‘চলচ্চিত্র বানাই বা না করি, তা আমাকে ছেড়ে যায় না। আমি যা ভালোবাসি তা পুনরুজ্জীবিত করার জন্য আমার নিজের স্মৃতি আছে এবং যখন সঠিক সময় হবে, সঠিক প্রজেক্টটি আমার পথে আসবে। আমি খুব ভাগ্যবান যে আমি যা পছন্দ করি তা বেছে নেওয়ার অধিকার পেয়েছি।’

প্রেম সম্পর্কে হৃদয়ের গোপন কথাও খোলামেলা বলেছেন তিনি। কথোপকথনের সময়, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি যখন কাউকে বা অন্য কিছুকে এত গভীরভাবে ভালোবাসেন, তখন কি ভালবাসা অদৃশ্য হয়ে যায়? এর জবাবে রেখা বলেছেন, ‘না। একবার সম্পর্ক স্থাপিত হলে তা চিরতরে প্রতিষ্ঠিত হয়। কখনও কখনও আমরা আরও চাই এবং কখনও কখনও এটিই অনেক।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen