‘ইমার্জেন্সিতে ভর্তি নেওয়া হচ্ছে না’ – অভিযোগ রোগীর পরিজনদের

হাসপাতালের জরুরি বিভাগে ভোগান্তি চলছেই।

September 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: BestCity

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাসপাতালের জরুরি বিভাগে ভোগান্তি চলছেই। রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগ, ‘ইমার্জেন্সিতে ভর্তি নেওয়া হচ্ছে না।’ তবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি, সমস্ত বিভাগ খোলা রয়েছে। সেখানে পরিষেবাও পাওয়া যাচ্ছে। রোগীর পরিজনদের অভিযোগ, সমস্যা অন্য জায়গায়। পরিষেবা নামেই দেওয়া হচ্ছে। শারীরিক সমস্যা জটিল হলে কিছুতেই ভর্তি নেওয়া হচ্ছে না।

এসএসকেএম হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি নেওয়া যাবে না বলে জানানো হচ্ছে নাকি রোগীদের। পরদিন ওপিডিতে গিয়ে দেখাতেও বলে দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থরা আতঙ্কে রয়েছেন। এমনকি ডায়ালিসিস করতে এসেও ফিরে যেতে হচ্ছে। আরজি করে আসা রোগীদের বক্তব্য, আসার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, এখানে ডাক্তার নেই।

দিনভর শহরের সরকারি হাসপাতালগুলিতে একই ছবি দেখা যাচ্ছে। রোগীর পরিজনরা ক্ষুব্ধ। কেউ কেউ আতঙ্কে রয়েছেন। তাঁদের সাফ কথা, পরিষেবা সচল রাখা অত্যন্ত প্রয়োজনীয়। না-হলে গরিব পরিবারগুলির পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen