কম দামে নতুন স্মার্টফোন আনছে রিলায়েন্স জিও

উল্লেখ্য, গতবছর জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশ শেয়ারের বিনিময়ে ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিল গুগল।

June 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কম খরচের নতুন স্মার্টফোন ‘জিওফোন নেক্সট’ (JioPhone Next) বাজারে আনছে রিলায়েন্স জিও (Reliance Jio)। বৃহস্পতিবার সংস্থার বার্ষিক সাধারণ বৈঠকে কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেন, আগামী ১০ সেপ্টেম্বর থেকে বাজারে মিলবে এই নয়া স্মার্টফোন। গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ফোন লঞ্চ করা হবে বলেও জানান তিনি। মুকেশ বলেন, ‘দাম কম হলেও স্মার্টফোনের ফিচারে কোনও আপস করা হয়নি। এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ভাষা অনুবাদের সুবিধাও থাকবে।’ ফাইজ-জি পরিষেবা দিতে তারা গুগল ক্লাউড ব্যবহার করবেন বলেও জানান রিলায়েন্স কর্তা। উল্লেখ্য, গতবছর জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশ শেয়ারের বিনিময়ে ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিল গুগল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen