বাস মালিকদের চিন্তামুক্তি: রাস্তায় চলতে পারবে ১৫ বছরের বেশি পুরোনো বাস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: কলকাতা মহানগর এলাকার বেসরকারি বাস মালিকদের জন্য বড় স্বস্তি দিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বহুদিনের একটি রিট মামলার নিষ্পত্তি করেছে, যার জেরে পথে থাকতে পারবে পুরোনো বাস। রাজ্য সরকার আদালতে একটি খসড়া বিজ্ঞপ্তি পেশ করে জানায় যে ১৫ বছরের বেশি পুরোনো বাস চলাচল চালিয়ে যেতে পারবে, তবে কঠোর ফিটনেস ও দূষণ নিরীক্ষা মেনে চলার শর্তে। বিচারপতি রাই চট্টোপাধ্যায় মামলার শুনানিতে এই নির্দেশ দেন। শহর উপনগর বাস সার্ভিস-সহ একাধিক সংস্থা পিটিশন দায়ের করে জানিয়েছিল যে বয়সসীমার কারণে হাজার-হাজার বেসরকারি বাস রাস্তায় নামতে না পারলে কলকাতার গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে।
২০০৮ সালের জুলাই মাসে কলকাতা হাইকোর্ট এক রায়ে ১৫ বছরের বেশি পুরনো সব বাণিজ্যিক যানবাহনের কলকাতা মহানগর এলাকায় চলাচল নিষিদ্ধ করেছিল। সেই রায়ের ভিত্তি ছিল বয়স্ক এবং রক্ষণাবেক্ষণহীন যানবাহনের কারণে সৃষ্ট বায়ুদূষণ, বিশেষ করে নব্বইয়ের দশকের আগের বাস, অটো ও পণ্যবাহী গাড়ি।
রাজ্য সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী, কেবল কলকাতা মহানগর এলাকায় রেজিস্টার্ড বাসই ১৫ বছরের পরেও চলতে পারবে। ১৫ বছর পেরোলেই বছরে দু’বার ফিটনেস ও দূষণ পরীক্ষা করা বাধ্যতামূলক হবে। মোটর ভেহিকেলস আইন, ১৯৮৮-এর ৫৬ নম্বর ধারার অধীনে ফিটনেস শংসাপত্র কেবল তখনই দেওয়া হবে, যখন বাসের পলিউশন মাত্রা সড়ক পরিবহন মন্ত্রকের নির্ধারিত সীমার মধ্যে থাকবে। এতে একদিকে গণপরিবহন সচল থাকবে, অন্যদিকে দূষণ নিয়ন্ত্রণের কঠোরতা বজায় থাকবে বলে রাজ্য সরকারের মত।