যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে চিড়িয়াখানার পশুদের স্থানান্তর করা হল পোল্যান্ডে

রাশিয়ার আক্রমণে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। সুরক্ষিত নয় বন্যপ্রাণীরাও।

March 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাশিয়ার আক্রমণে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। সুরক্ষিত নয় বন্যপ্রাণীরাও। তাই ইউক্রেনের রাজধানী কিয়েভের অভয়ারণ্য বেশ কিছু বন্যপ্রাণীকে সরিয়ে নিয়ে যাওয়া হল। জানা গিয়েছে, ট্রাকে করে ছ’টি সিংহ, ছ’টি বাঘ, দু’টি কারাক্যাল ও একটি আফ্রিকার বন্য কুকুরকে পোল্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর জন্য পোল্যান্ডের চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিল অভয়ারণ্যের কর্তারা।

এর আগেও একবার বাঘ, সিংহগুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু, রাশিয়ার সেনাদের বাধায় ট্রাকটি ফিরে আসতে বাধ্য হয়। পোজনান চিড়িয়াখানার মুখপাত্র জানিয়েছেন,  চালককে সাহায্য করার জন্য তিনজন বয়স্ক মানুষ ছিলেন। যাঁদের বন্যপ্রাণীদের নিয়ন্ত্রণ করার কোনও অভিজ্ঞতা নেই। বন্যপ্রাণীগুলিকে পোল্যান্ডে ছেড়ে তাঁরা কিয়েভে ফিরে যুদ্ধে অংশ নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen