মছলিবাবা থেকে অপয়া, যেকোনও ভূমিকাতেই হিট মনু মুখোপাধ্যায়

২০০৩ সালে পরিচালক অভিজিত চৌধুরীর পাতালঘর ছবিতে ‘অপয়া’ চরিত্রে অভিনয় করেন মনু মুখোপাধ্যায়।

December 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জন্মসূত্রে তাঁর নাম সৌরেন্দ্রনাথ, কিন্তু ডাক নামেই বিখ্যাত তিনি। সকলের মনুদা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল, পাড়ার নাটকের দলে মহিলা চরিত্রে অভিনয় করতেন। দিন গুজরানের জন্য হাইকোর্টে কেরানীর চাকরি করতেন। পরে সে’কাজ ছেড়ে পুরোদস্তুর অভিনয় জীবনে চলে আসেন। ১৯৫৭ সালে বিশ্বরূপায় যোগ দেন প্রম্পটার হিসেবে। ক্ষুধা নাটকে কালী বন্দোপাধ্যায়ের পরিবর্ত শিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মনু মুখোপাধ্যায়।

মনু মুখোপাধ্যায় প্রথম অভিনীত ছবি মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’। তারপর মৃণাল সেনের ‘মৃগয়া’, সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’, ‘গণশত্রু’, ‘সাহেব’ ‘পাতালঘর’ ‘প্রতিদান’-সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়।
শেষ কাজ ভটভটি।

সত্যজিত রায়ের জয় বাবা ফেলুনাথে মছলিবাবার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি।

২০০৩ সালে পরিচালক অভিজিত চৌধুরীর পাতালঘর ছবিতে ‘অপয়া’ চরিত্রে অভিনয় করেন মনু মুখোপাধ্যায়।

পরিচালক সায়ন্তন ঘোষালের আলিনগরের গোলোকধাঁধা ছবিতে পুরোহিতের চরিত্রটিও তাঁকে নয়া প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছিল। তাঁর মুখে দেবী দুর্গাকে সেকালের কলকাতার প্রবাদের দৃশ্যটি সমাজ মাধ্যমে ভাইরাল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen