ফিরে দেখা: শতাব্দীর সেরা বল করছেন শেন ওয়ার্ন
প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার শেন ওয়ার্ন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাঁর। বয়স হয়েছিল ৫২ বছর। তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার বিবেচনা করা হয়ে থাকে। ওয়ার্ন ১৯৯৪ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এ বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৩ সালে মাইক গ্যাটিংকে আউট করা তার বলটিকে গত শতাব্দীর সেরা বল বলা হয়। দেখুন সেই মুহূর্তের ভিডিওটি।

প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার শেন ওয়ার্ন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাঁর। বয়স হয়েছিল ৫২ বছর।
তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার বিবেচনা করা হয়ে থাকে। ওয়ার্ন ১৯৯৪ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এ বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৩ সালে মাইক গ্যাটিংকে আউট করা তার বলটিকে গত শতাব্দীর সেরা বল বলা হয়। দেখুন সেই মুহূর্তের ভিডিওটি।