যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বললেন ওয়াকফ বিলের বিরোধিতা করবেন

এদিকে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

November 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৯৫ সালের ওয়াকফ আইনকে সংশোধন করে গত ৮ আগস্ট লোকসভায় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন। কিন্তু বিরোধীদের প্রবল চাপে সেটি সংসদীয় যৌথ কমিটিতে পাঠানো হয়। নতুন বিলে ৪৪টি সংশোধনী আনতে চায় কেন্দ্র। যার অধিকাংশে আপত্তি বিরোধীদের। তাই কমিটি ২৬টি বৈঠকের পরেও সবর্সম্মত রিপোর্টই তৈরি করতে পারেনি। আরও আলোচনার দাবি জানিয়েছে বিরোধীরা। সেই দাবি মেনে নিয়েছেন কমিটির চেয়ারম্যান।

এদিকে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় তাঁর অভিযোগ, ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, এ কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা জানান, এই বিলের বিরোধিতা করবেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছেন, কেন্দ্রের এই বিল আইনে পরিণত হলে ধ্বংস হয়ে যাবে ওয়াকফ ব্যবস্থা। যে বিল কেন্দ্রের তরফে আনা হয়েছে, তা নিয়ে আগে রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কোনও ধর্মের উপর আক্রমণ হলে আমরা তার নিন্দা করি।

কেন্দ্রের এই বিলের মধ্যে দিয়ে একটি ধর্মকে নির্দিষ্ট করে টার্গেট করা হয়েছে। ওয়াকফ বিল একটি ধর্মের বিরুদ্ধে বিল। এর বিরুদ্ধে আমরা কেন্দ্রকে চিঠি দিয়েছিলাম। এই বিল স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার লঙ্ঘন করেছে। আমি সবাইকে নিয়ে চলার পক্ষপাতী। কেন্দ্রের নয়া বিল অ্যান্টি ফেডারেল। ওয়াকফে শুধু মুসলিমরা নন, হিন্দুরাও দান করেছেন। আমাদের সময়ে ওয়াকফ সম্পত্তি দখল হয়নি। ১৯৩৪ সালে কে দখল করেছে, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি তারজন্য বুলডোজার পাঠাতে পারব না। জমি দখলের বিষয়টি ওয়াকফ বোর্ড ট্রাইব্যুনালকে জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen