প্রয়াত নাগিন খ্যাত পরিচালক রাজকুমার কোহলি

১৯৬৩ সালে ফিল্ম দুনিয়ায় অভিষেক হয়েছিল তাঁর।

November 24, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রয়াত নাগিন খ্যাত পরিচালক রাজকুমার কোহলি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউড ফের এক পরিচালকের মৃত্যু, নিজ বাসভবনে হৃদরোগ আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজকুমার কোহলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাথরুমে স্নান করতে ঢোকেন পরিচালক। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি থেকে বেরে হননি। সন্দেহ হয় পরিবারের সদস্যদের। দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় পরিচালকের নিথর দেহ পড়ে রয়েছে।

১৯৬৩ সালে ফিল্ম দুনিয়ায় অভিষেক হয়েছিল তাঁর। প্রথম ছবি ‘ডুল্লা ভাট্টি’। সাপনি ছবিতে নির্মাতা রূপে আত্মপ্রকাশ ঘটে। তাঁর পরিচালিত ছবির মধ্যে উল্লেখযোগ্য নাগিন, জানি দুশমন, বদলে কি আগ, পতি পত্নি অউর তাওয়াইফ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen