প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত বিজ্ঞানী বিকাশ সিংহ

বছরখানেক ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন।

August 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত বিজ্ঞানী বিকাশ সিংহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজ্ঞানী বিকাশ সিংহর জীবনাবসান। আজ সকালে মিন্টো পার্কের বাসভবনে জীবনাবসান পদ্মভূষণ প্রাপ্ত বিজ্ঞানীর। বছরখানেক ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন। ওঁর মৃত্যুতে শোকের ছায়া বিজ্ঞানী মহলে।

একবার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে ‘বিজ্ঞান, দর্শন ও শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনার সময় কবিগুরুর ‘আকাশ ভরা সূর্য তারা’ গানটি বাজিয়ে প্রয়াত বিকাশ সিংহ বলেন, ‘‘এই গানেই বলা আছে ভুবন দোলে কথাটি। ভুবন যে দোলে তা নিয়েই গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেছেন মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক রজার পেনরোজ।’’উনি আরও বলেন, “পৃথিবী তো বটেই সমস্ত গ্রহ, গ্রহাণু, নক্ষত্রপুঞ্জও নিজের অক্ষে কিন্তু দুলছে। এটা একটা দোদুল্যমান কম্পন বা অসিলেটিং মুভমেন্ট। এটা থেমে গেলেই সমস্ত কিছুকে গিলে খাবে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল।”

রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান চেতনার ব্যাখ্যা দিয়ে বিকাশ সিংহ বলেছিলেন, “তোমরা ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথকে ভাল করে পড়বে। আজ আমি যা বললাম তার কুড়ি শতাংশও যদি তোমরা ভাল করে বুঝে থাকো, তাহলে আমার ভীষণ ভাল লাগবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen