সঙ্গীতমহলে শোকের ছায়া, প্রয়াত গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন

October 22, 2025 | < 1 min read
Published by: Ritam
প্রয়াত গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৫: আবারও সঙ্গীতমহলে শোকের ছায়া। প্রয়াত হলেন গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন (Rishabh Tandon)। দিল্লিতে পরিবারের সঙ্গে দীপাবলির উদযাপনে গিয়েছিলেন ঋষভ। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর আকস্মিক প্রয়াণে স্তম্ভিত সঙ্গীতজগৎ এবং তাঁর অনুরাগীরা।

ঋষভ গান করার পাশাপাশি সুরও দিতেন। একইসঙ্গে অভিনয়ও করতেন ঋষভ। ‘ফকির-লিভিং লিমিটলেস’, ‘রশনা: দ্য রে অফ লাইট’র মতো ছবিতেও অভিনয় করেছেন। তাঁর অন্যতম জনপ্রিয় গান ছিল ‘ফকির’। অনেকে তাঁকে এই নামেই ডাকতেন। তাঁর লেখা গানও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

পশুপ্রেমীও ছিলেন ঋষভ। সারমেয়, বেড়াল, পাখিরা তাঁর পরিবারের সদস্য হয়ে উঠেছিল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen