আইপিএল ২০২৩-র উদ্বোধনে কি চমক দিতে পারেন অরিজিৎ সিংহ?
গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস ও চারবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের মধ্যে হবে প্রথম ম্যাচ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএলের ১৬ তম সংস্করণ। এবারের উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
১৮ই ফেব্রুয়ারি কলকাতায় অরিজিৎ সিংহ-এর সুপারহিট কনসার্ট দেখে বিসিসিআই চেষ্টা করছে উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এনে চমক দেওয়ার।
কোন কোন শিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সেটার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। সূত্রের খবর, আইপিএলের ফাইনাল ম্যাচেও আমন্ত্রণ জানানো হতে পারে বিশিষ্ট গায়ক অরিজিৎ সিংহকে।
গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস ও চারবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের মধ্যে হবে প্রথম ম্যাচ। এই উদ্বোধনী ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।