চাকরি নয়, পরকীয়ার জন্য রেণুর হাত কেটেছিলেন স্বামী?

পুলিশি জেরায় এমনটাই দাবি করেছে অভিযুক্ত

June 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নার্সের চাকরির জন্য নয়, পরকীয়ার কারণে রেণুর হাত কেটেছে তাঁর স্বামী শরিফুল শেখ। পুলিশি জেরায় এমনটাই দাবি করেছে অভিযুক্ত। শনিবার অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। স্বামী শরিফুল শেখ সহ চার অভিযুক্তকেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় শরিফুল জানায়, বারবার নিষেধ করা সত্ত্বেও বিবাহবহির্ভূত সম্পর্ক রাখছিলেন রেণু। তাই রেণুর হাত কেটে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সরকারি হাসপাতালে নার্সের চাকরি পেয়েছিলেন রেণু খাতুন। অভিযোগ, তারপরেই ৪ জুন ভোরে কিছু ভাড়া করা দুষ্কৃতীদের সঙ্গে মিলে স্বামী রেণুর ওপর চড়াও হয়। বাকি অভিযুক্তরা হল চাঁদ মহম্মদ, আশরফ আলি শেখ ও হাবিব শেখ। দুজনকে নিয়ে ঘরে ঢোকে শরিফুল। অন্যদিকে, বাইরে পাহারা দিচ্ছিল চাঁদ মহম্মদ। রেণুর ডান হাতের কব্জি কাটার আগে সাঁড়াশি দিয়ে তাঁর মাথায় আঘাত করেছিল অভিযুক্ত। তারপরই হাত কেটে ফেলে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen