সৃজিতের আগামী ছবিতে প্রাক্তনদের রিইউনিয়ান? টেক্কায় দেব-পরম-স্বাস্তিকা-অনুপম?

দশম অবতারের পর ফের এক তারকাখচিত ফিল্ম শুরু করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়!

December 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
সৃজিতের আগামী ছবিতে প্রাক্তনদের রিইউনিয়ান?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দশম অবতারের পর ফের এক তারকাখচিত ফিল্ম শুরু করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়! জোর গুঞ্জন চলছে টলিপাড়ায়। জোর চর্চা চলছে ছবিতে প্রাক্তন-বর্তমান, পক্ষ-বিপক্ষকে হাজির করতে চলেছেন সৃজিত। তাঁর আগামী ছবি টেক্কা-তে দেব-রুক্মিণী, পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সুরের দায়িত্বে ফের অনুপম রায়।

ক’দিন আগেই দেব ও সৃজিতের মধ্যে ‘ব্যোমকেশ’ নিয়ে কম জলঘোলা হয়নি। তারপরে দেব-রুক্মিণীকে নিয়েই সৃজিত ছবি বানাবেন! টলিপাড়া বেশ হতবাক। থাকতে পারেন পরমব্রত-স্বস্তিকা। সৃজিত-স্বস্তিকা-পরম শুনেই চর্চা শুরু। ২০১৯ সালে শাজাহান রিজেন্সির পাঁচ বছর পর আবারও এক সঙ্গে তিনজন। একটা সময় সৃজিত ও পরমব্রতর সঙ্গে স্বস্তিকার গাঢ় রসায়ন তৈরি হয়েছিল, সে’কথা সব্বার জানা।

সৃজিত-পরমব্রত-অনুপম আরও বড় চমক। সম্প্রতি, অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা। তাই নিয়ে উত্তাল সমাজ মাধ্যম। জল্পনা সত্যি হলে সৃজিত তাঁদের মেলাচ্ছেন! ‘দশম অবতার’-র সাফল্য উদযাপনের আয়োজন হয়েছিল শহরের এক প্রথম সারির হোটেলে। ১৩ বছরের বন্ধুত্বের উদযাপনে মেতেছিলেন সৃজিত-অনুপম।

শোনা যাচ্ছে ছবির নাম হতে পারে টেক্কা। প্রেম, প্রতিহিংসা, থ্রিলারের মিশেল থাকবে সৃজিতের আগামী ছবির কাহিনিতে। শুটিং শুরু হতে পারে নতুন বছরে। ছবির প্রযোজক কে? একা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নাকি আরও কোনও প্রযোজনা সংস্থা থাকতে পারে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen