কলকাতার কোন কোন এলাকা ভোটের নিরিখে স্পর্শকাতর? রিপোর্ট তলব লালবাজারের

আগামী ১ জুন, সপ্তম তথা শেষ দফায় কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় লোকসভা নির্বাচন।

May 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কলকাতার কোন কোন এলাকা ভোটের নিরিখে স্পর্শকাতর?

আগামী ১ জুন, সপ্তম তথা শেষ দফায় কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় লোকসভা নির্বাচন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শহরের কোন কোন এলাকা ভোটের নিরিখে স্পর্শকাতর, তা চিহ্নিতকরণের উদ্যোগ নিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের ন’টি ডিভিশনের ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি ডিভিশনকে থানাভিত্তিক রিপোর্ট জমা দিতে হবে লালবাজারের ইলেকশন সেলের কাছে।

স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে প্রতিটি থানা থেকে দু’জন করে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই এলাকা পরিদর্শন করে বিস্তারিত তালিকা তৈরি করছেন। সূত্রের খবর, ২০১৯-এর লোকসভা ভোট, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও শেষ পুরসভা ভোটে শহরের যেসব জায়গায় অশান্তি হয়েছে, সে’সব তথ্য থানা থেকে নেওয়া হচ্ছে। অতীতে যেসব এলাকা থেকে সরাসরি নির্বাচন কমিশনের কাছে ভোটদান প্রভাবিত করার অভিযোগ গিয়েছে, সেই এলাকাগুলিতে বাড়তি নজর থাকছে। এসব এলাকা ছাড়াও শহরের আর কোন কোন এলাকা স্পর্শকাতর বলে মনে করছে লালবাজার? এখনও উত্তর মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen