ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবেদন করতে দিল্লিতে রাজ্যের প্রতিনিধিরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজধানীতে এসেছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের নেতৃত্বে মোট নয় সদস্যের এক প্রতিনিধি দল।
August 31, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ঘাটাল মাস্টার প্লান নিয়ে দরবার করতে সোমবার দিল্লি এসেছেন রাজ্যের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজধানীতে এসেছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের নেতৃত্বে মোট নয় সদস্যের এক প্রতিনিধি দল।
সৌমেনবাবু ছাড়াও এই দলে রয়েছেন মানস ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, দেব অধিকারী, শিউলি সাহা-সহ মোট ৯ প্রতিনিধি। গতকাল কলকাতা বিমানবন্দর থেকে দুপুর ৩টে ২০ মিনিটের বিমান ধরেন তাঁরা।
জানা গিয়েছে, আজকেই কেন্দ্রীয় মন্ত্রী ও নীতি আয়োগের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল।