বাংলায় এসে উন্নয়নের ক্লাস করল পড়শী ওড়িশার জনপ্রতিনিধিরা, জানেন কেন?

বিভিন্ন প্রকল্পের ভিডিও তাঁদের দেওয়া হয়েছে। ওড়িশায় তাঁরা এভাবে প্রকল্প বাস্তবায়নের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন।

December 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল স্তরের মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় পরিষেবা, ত্রিস্তরীয় পরিকাঠামোয় উন্নয়নে কী কী দরকার, কার্যত সে ‘পাঠ’ নিতে ওড়িশা থেকে জনপ্রতিনিধিদের একটি দল ঘুরে গেল উত্তর ২৪ পরগনা থেকে। সোমবার সকালে জেলা পরিষদে এসেছিল ২২ জন জনপ্রতিনিধির দলটি। উন্নয়ন সংক্রান্ত কাজের বিভিন্ন নথি সংগ্রহ করেন তাঁরা। তারপর যান আমডাঙা ব্লকে। সেখানে বিডিও অফিসে বৈঠক করার পর তাঁরা বোদাই গ্রাম পঞ্চায়েতে যায়। বৈঠকের পাশাপাশি সেখানে উন্নয়নমূলক কাজ নিয়ে খোঁজখবর নেন তাঁরা। তাঁরা ওড়িশায় বাংলার কাজকে মডেল হিসেবে তুলে ধরবেন। তাতে কন্যাশ্রী, সবুজসাথী, পথশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্পের কথা থাকবে। বিভিন্ন প্রকল্পের ভিডিও তাঁদের দেওয়া হয়েছে। ওড়িশায় তাঁরা এভাবে প্রকল্প বাস্তবায়নের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন।

বাংলার একাধিক প্রকল্প বিশ্ব দরবারে সমাদৃত। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী, রূপশ্রী, সমব্যাথী, পথশ্রীর মতো একাধিক প্রকল্প বাংলার গ্রামীণ এলাকার বদল ঘটিয়েছে। গ্রামীণ অর্থনীতিরও উন্নতি হয়েছে। প্রকল্পগুলি গোটা দেশের কাছেও আজ মডেলে পরিণত হয়েছে। প্রকল্পগুলো গ্রামীণ এলাকায় কীভাবে চলছে, মানুষ কীভাবে সুফল পাচ্ছেন, তা জানতে ওড়িশার প্রতিনিধিরা বাংলা থেকে ঘুরে গেলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen