‘নাম বদলে দায় এড়ানো যাবে না’, ১০০ দিনের কাজের বকেয়া ও নাম পরিবর্তন ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ তৃণমূলের

December 15, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০:  ১০০ দিনের কাজের (MGNREGA) বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাত ফের নতুন মোড় নিল। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) পক্ষ থেকে একটি বিবৃতিতে মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বাংলার গরিব মানুষের হকের টাকা আটকে রাখার পর এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রকল্পের নামই বদলে ফেলার চক্রান্ত করছে কেন্দ্র।

তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা পোস্টে দাবি করা হয়েছে, বিজেপি সরকার বাংলার দরিদ্র শ্রমিকদের ১০০ দিনের কাজের প্রায় ৫২,০০০ কোটি টাকা আটকে রেখেছে। দলের অভিযোগ, বকেয়া পাওনা মেটানোর পরিবর্তে কেন্দ্র এখন ‘এমজিএনরেগা’ (MGNREGA) নামটিকে মুছে ফেলে নতুন নাম দেওয়ার পরিকল্পনা করছে। তৃণমূলের মতে, এটি কেন্দ্রের দায় এড়ানোর একটি কৌশল মাত্র।

শাসকদলের বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ‘‘যদি সুশাসনই মোদী সরকারের উদ্দেশ্য হতো, তবে এতদিনে বকেয়া টাকা ছেড়ে দেওয়া হতো। যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য হতো, তবে শ্রমিকদের এভাবে শাস্তি পেতে হতো না।’’ তৃণমূলের দাবি, মহাত্মা গান্ধীর শ্রমের মর্যাদার আদর্শ নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারের বরাবরই অস্বস্তি রয়েছে, আর প্রকল্পের নাম মুছে ফেলার চেষ্টা তারই প্রমাণ।

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) জানিয়েছে, নাম পরিবর্তন করে সত্য ঢাকা যাবে না। দলের কথায়, ‘‘বিজেপি জানে তারা বাংলার সঙ্গে অন্যায় করেছে এবং এখন তারা চায় মানুষ ভুলে যাক কারা তাদের কাজ ও মজুরি থেকে বঞ্চিত করেছে।’’

বিবৃতিতে শেষে কড়া ভাষায় বলা হয়েছে, ‘‘আপনারা চাইলে প্রকল্পের নাম বদলাতে পারেন, কিন্তু বাংলা মনে রাখবে এই অবিচারের গায়ে আপনাদেরই সই রয়েছে।’’

উল্লেখ্য, ১০০ দিনের কাজের নাম বদলে করা হচ্ছে বিকশিত ভারত- গ্যারান্টি পর রোজগার অ্যান্ড আজীবীকা মিশন- জি রামজি। এছাড়াও ১০০ দিনের কাজের প্রকল্পে ফর্মুলা বদল করছে কেন্দ্র। প্রকল্পে ৬০:৪০ অনুপাতে আর্থিক বরাদ্দের কথা বলা হয়েছে। অর্থাৎ ৬০ শতাংশ অর্থ দেবে কেন্দ্র, ৪০ শতাংশ দেবে রাজ্য। রাজ্যে কোথায় ১০০ দিনের কাজ হবে, এবার সেটাও বলে দেবে কেন্দ্র। এমনটাই বলা হয়েছে চলতি সংসদের বিলে।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন টুইট করে বলেছেন, “কেন্দ্রীয় সরকারের এমজিএনরেগার নাম বদলানোর পরিকল্পনা রয়েছে। মহাত্মা গান্ধীর নাম সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি গান্ধিজির প্রতি চরম অবমাননা। তবে এতে আর অবাক হওয়ার কিছু নেই। যাঁরা মহাত্মা গান্ধীকে হত্যা করা ব্যক্তিকে নায়ক হিসেবে পূজা করেছেন, তাঁরাই এসব করছেন। তাঁদের উদ্দেশ্য গান্ধিজিকে অপমান করা। আমরা কোনওভাবেই তা হতে দেব না।”

ছাব্বিশের বঙ্গ নির্বাচনের আগে ১০০ দিনের কাজের বকেয়া এবং প্রকল্পের সম্ভাব্য নাম পরিবর্তন নিয়ে তৃণমূলের এই আক্রমণ রাজনৈতিক মহলে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen