দেশে বাকি আইপিএল হওয়া সম্ভব না: সৌরভ

আইপিএলের বাকি ম্যাচগুলি এবছর আর আয়োজনের আশা দেখছেন না বোর্ড কর্তারা।

May 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত মরশুমে করোনার প্রকোপে ঘরোয়া ক্রিকেটে কাটছাঁট করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। রনজি ট্রফির মতো ঐতিহ্যশালী প্রতিযোগিতাও আয়োজন করা সম্ভব হয়নি। ভারতে ফের করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। তার জেরে মাঝ পথেই স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। বয়স ভিত্তিক যে সব টুর্নামেন্ট হওয়ার কথা, সেগুলিও আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বোর্ড। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে গতবারের মতো এবারও রনজি ট্রফি সহ একাধিক টুর্নামেন্ট বাতিল হতে পারে। তবে তার জন্য ক্রিকেটারদের চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে ক্রিকেট খেলা সম্ভব নয়। সবাই এখনআতঙ্কিত। আশা করছি, কয়েক মাস পর পরিস্থিতির উন্নতি হবে। তখন নতুন করে চিন্তাভাবনা করা যাবে। তবে ঘরোয়া টুর্নামেন্ট কাটছাঁট হলেও ক্রিকেটারদের চিন্তার কিছু নেই। বিসিসিআই আর্থিক ক্ষতিপূরণ দেবে সবাইকে।’


আইপিএলের বাকি ম্যাচগুলি এবছর আর আয়োজনের আশা দেখছেন না বোর্ড কর্তারা। এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘সামনে রয়েছে ঠাসা ক্রীড়াসূচি। ইংল্যান্ডে সফর শেষ করে ভারতীয় দল শ্রীলঙ্কায় যাবে তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-২০ খেলতে। তাছাড়া প্রত্যেক দেশেই করোনার কঠোর নিয়ম মানতে হচ্ছে। সেখানেও অনেকটা সময় নষ্ট হবে। তাই আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজনের সময় বের করাই কঠিন।’এদিকে, প্রসিদ্ধ কৃষ্ণা করোনায় আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে জায়গা পেতে পারেন ভুবনেশ্বর কুমার। তাঁর হয়ে প্রাক্তনরা সওয়ালও করছেন। তাঁদের যুক্তি, ইংলিশ কন্ডিশনে ভুবির মতো স্যুইং বোলার দারুণ কার্যকরী হতে পারেন। তাই চূড়ান্ত দলে না হলেও, প্রসিদ্ধর পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ড উড়ে যেতে পারেন ভুবি। চোট সারিয়ে ফিরে দারুণ ছন্দে আছেন তিনি। আইপিএলেও ভালো পারফর্ম করছিলেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen