পাঁচ রাজ্যের ফলাফল লোকসভা ভোটে প্রভাব ফেলবে না, মমতার সঙ্গে সহমত শিবসেনা

বিরোধী শিবিরে শক্তিশালী নেতৃত্বের অভাব রয়েছে। তাই পার পেয়ে যাচ্ছে বিজেপি। মোদী-অমিত শাহের নেতৃত্বে বিজেপির পুরো টিম নির্মমভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল।

March 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পাঁচ রাজ্যের ভোট সেমিফাইনাল নয়। লোকসভা ভোটের এখনও দু’বছর বাকি। তার আগে অনেক কিছুই হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করে এই বার্তা দিল শিবসেনা। পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের পর বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেছিলেন, ‘কয়েকটি রাজ্যে জিতে ২০২৪-এর জন্য লাফাচ্ছে। বাংলায় হেরেও ওদের লজ্জা নেই। দু’বছর পর কী হবে কেউ জানে না।’ এদিন শিবসেনার মুখপত্রেও লেখা হয়েছে, পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলের সঙ্গে আগামী লোকসভা ভোটের কোনও সম্পর্ক নেই। বিরোধী শিবিরে শক্তিশালী নেতৃত্বের অভাব রয়েছে। তাই পার পেয়ে যাচ্ছে বিজেপি। মোদী-অমিত শাহের নেতৃত্বে বিজেপির পুরো টিম নির্মমভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল। বিজেপির উদ্দেশ্য শুধু ভোটে জেতা নয়, বিরোধীদের বিনাশ করা।’

দলের মুখপত্র ‘সামনা’য় লেখা হয়েছে, ‘হিজাবের মতো বিতর্কিত বিষয়গুলি শুধু ভোট এলেই খুঁচিয়ে তোলা হয়। পাঁচ রাজ্যের ভোট শেষ। এখন এই ইস্যুগুলি গুটিয়ে যাবে। ২০২৪ সালের লোকসভা ভোটের সময় আবার ফিরে আসবে।’ বিষয়টি নিয়ে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত সাংবাদিকদের বলেন, ‘লোকসভা ভোট এলেই দেখা যাবে, জাতীয়তাবাদ, পাকিস্তান, মাফিয়া দাউদ ইব্রাহিম এবং সন্ত্রাসের মতো ইস্যু সামনে চলে এসেছে। আসলে ভোটের আগে পুরনো ইস্যুগুলি খুঁচিয়ে তোলা হয়, এই বিষয়টা মানুষ বুঝে গিয়েছেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen