সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রেট্রোস্পেক্টিভ প্রদর্শনী শুরু আজ
সোমবার ও ছুটির দিন বাদে এই প্রদর্শনী চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টায়
January 14, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জন্মবার্ষিকী আসন্ন। তাই, অভিনেতার স্মরণে একটি রেট্রোস্পেক্টিভ প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে। সোমবার ও ছুটির দিন বাদে এই প্রদর্শনী চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টায়। ইমামি আর্টে অনুষ্ঠিত হতে চলা এই প্রদর্শনীতে সকলের প্রবেশ অবাধ।
যেসব সিনেমা দেখানো হবে,সেগুলি হলঃ-
- আজ – সত্যজিৎ রায় পরিচালিত অভিযান
- কাল – তাঁর নিজের পরিচালিত হোমাপাখি ও কুরবানি
- ১৭ই – গৌতম ঘোষের নির্দেশিত দেখা
- ২০শে – ইপ্সিতা গনগুপ্তের পরিচালিত রায়ের অপু
- ২১শে – মৃণাল সেনের পরিচালিত আকাশ কুসুম
- ২২শে – সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা
- ২৭শে – রাজা মিত্রের পরিচালিত একটি জীবন
- ২৮শে – সুমন ঘোষ পরিচালিত পিস হাভেন.
- ২৯শে – সন্দীপ রায়ের নির্দেশিত উত্তরন
অন্যান্য যেসব অনুষ্ঠান আয়োজিত হবে, সেগুলি হলঃ-
- ১৯শে – প্রতিদিন তব গাথা
- ২৪শে – লাইভ কন্সার্ট – সৌমিত্রঃ সুরে ও পথে
- ৩০শে – সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা নাটক টাইপিস্ট
- .৩১শে – পেজেস ফ্রম ডাইরি শীর্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়ের আঁকা কিছু ছবির প্রদর্শনী
সমাপ্তি অনুষ্ঠান আয়োজিতহবে ৩১শে জানুয়ারি বিকেল ৬টায়। সেখানে আর্ট ও সৌমিত্র অনুষ্ঠানে তাঁকে নিয়ে হবে একটি আলোচনাসভা।