প্যারিসে প্রতিশোধের জয়, বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত সাত্বিক-চিরাগের

এক বছর আগে একই শহরে অলিম্পিকে এই মালয়েশিয়ান জুটির কাছে হেরে পদক হাতছাড়া হয়েছিল সাত্ত্বিক-চিরাগের। সেই ক্ষত এবার মুছে গেল এবারের জয় দিয়ে

August 30, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১২:০৬: ভারতের ব্যাডমিন্টন ইতিহাসে নতুন সাফল্যের গল্প লিখলেন সাত্বিক ও চিরাগ জুটি। শুক্রবার রাতে প্যারিসে বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার অলিম্পিক পদকজয়ী জুটি অ্যারন চিয়া ও সোহ উ উই ইয়িককে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলেন বিশ্বের তিন নম্বর ভারতীয় জুটি। ৪৩ মিনিটের দাপুটে লড়াইয়ে স্কোরলাইন দাঁড়ায় ২১-১২, ২১-১৯। এর ফলে নিশ্চিত হলো ভারতের আরেকটি পদক।
এক বছর আগে একই শহরে অলিম্পিকে এই মালয়েশিয়ান জুটির কাছে হেরে পদক হাতছাড়া হয়েছিল সাত্ত্বিক-চিরাগের। সেই ক্ষত এবার মুছে গেল এবারের জয় দিয়ে। এই সাফল্যের ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক পেলেন তারা এর আগে ২০২২ সালে জিতেছিলেন ব্রোঞ্জ। ২০১১ সালে জ্বালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পার ঐতিহাসিক ব্রোঞ্জের পর থেকে টানা প্রতিটি আসরেই ভারতের পদকজয় অব্যাহত থাকল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছিলেন ভারতীয় তারকারা। চিরাগের আক্রমণাত্মক ড্রাইভ সার্ভ আর সাত্ত্বিকের নিখুঁত সার্ভিসে একের পর এক পয়েন্ট তুলে নেন তারা। প্রথম গেম সহজেই জেতার পর দ্বিতীয় গেমে অবশ্য শেষ মুহূর্তে কিছুটা চাপে পড়েছিলেন। এক সময় ১৭-১২ এগিয়ে থেকেও মালয়েশিয়া সমতায় ফিরেছিল। তবে চিরাগের দারুণ নেট প্লে আর সাত্বিকের শক্তিশালী স্ম্যাশ শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।
এশিয়ান গেমস চ্যাম্পিয়ন এই জুটি এবার সেমিফাইনালে মুখোমুখি হবে চীনের চেন বো ইয়াং ও লিউ ইয়ি’র বিরুদ্ধে। ম্যাচটি নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে।
এর আগে দিনেই কোয়ার্টার ফাইনালে হেরে পদকের লড়াই থেকে ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু। ফলে ভারতীয় শিবিরে প্রত্যাশার ভার ছিল সাত্ত্বিক-চিরাগ জুটির কাঁধে। তারা হতাশ করেননি, বরং নিজেদের সেরা খেলাটা তুলে ধরে ভারতীয় ব্যাডমিন্টনকে আবারও বিশ্বমঞ্চে সম্মান এগিয়ে দিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen