‘১৪ বছরে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব’, প্রত্যন্তে চিকিৎসা পৌঁছাতে মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধন মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৬: উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরেই সোমবার স্বাস্থ্যভবনে ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিটের (mobile medical unit) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানগুলির (Mobile medical vehicle) মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “গত ১৪ বছরে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এসেছে।” তিনি জানান, প্রথম দফায় ১১০টি ইউনিট চালু হলেও মোট ২১০টি যান প্রস্তুত রয়েছে। প্রতিটি জেলায় এই যানগুলি পাঠানো হবে এবং আগেই সাধারণ মানুষকে জানানো হবে কোথায় কখন পরিষেবা মিলবে।
স্বাস্থ্যদপ্তর (Department of Health) সূত্রে জানা গেছে, প্রতিটি মোবাইল ইউনিটে থাকবেন চিকিৎসক, নার্স ও টেকনেশিয়ান। গাড়িগুলিতে ৩৫টি পর্যন্ত শারীরিক পরীক্ষা করা যাবে এবং বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হবে। এই পরিষেবা চালাতে রাজ্য সরকার প্রতি মাসে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় করবে।
মুখ্যমন্ত্রী জানান, “মোবাইল মেডিক্যাল ইউনিটের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা। প্রয়োজনে রোগীকে রেফার করার ক্ষেত্রেও এই যান ব্যবহার করা যাবে।”