RG Kar কাণ্ড: গণধর্ষণের প্রমাণ এখনও মেলেনি, আদালতে জানাল CBI

মঙ্গলবার তাদের ফের শিয়ালদহ কোর্টে পেশ করা হয় ।

September 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘আরজি কর কাণ্ডে ‘এখনও পর্যন্ত একজনের যোগসূত্র মিলেছে’, শিয়ালদহ কোর্টে জানাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাল , এখনও গণধর্ষণের প্রমাণ মেলেনি’।

আরজি করে চিকিত্‍সককে ধর্ষণ ও খুনের মামলায় অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তত্‍কালীন ওসি অভিজিত্‍ মণ্ডল ৩ দিন সিবিআই হেফাজতে ছিলেন। মঙ্গলবার তাদের ফের শিয়ালদহ কোর্টে পেশ করা হয় ।

এদিন বিচারক CBIএর কাছে জানতে চান, ‘সন্দীপ ও অভিজিত্‍ কি ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত, নাকি প্রমাণ লোপাটের ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত’? তার জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, কোনও সম্ভাবনাই খারিজ করা হচ্ছে না। বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে। চিকিত্‍সক ধর্ষণ-খুনের পর ষড়যন্ত্র করেছেন সন্দীপ ও অভিজিত্‍’।

বিচারক সিবিআইকে জানান, যদি এমন কোনও তথ্য পান, তাহলে আলাদা FIR হয়নি কেন? সিবিআই এর পর দাবি করে, “হতে পারে এই ঘটনার আগে কোনও ষড়যন্ত্র হয়েছে। সন্দীপ ইচ্ছাকৃতভাবে এফআইআর করতে দেননি। তবে ওসি কেন এফআইআর করলেন না, কে আটকাল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিন এই শুনানি শেষে প্রথমে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। এরপর সন্দীপ ও অভিজিত্‍-কে আরও ৩ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen