RG Kar Case: মামলা থেকে সরে গেলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আর্জি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিচারপতি ঘোষ। তিনি সরে দাঁড়ানোয় মামলা প্রধান বিচারপতির কাছে গেল। নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আর্জি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) জানান, এই সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতি ঘোষ। এই যুক্তিতেই তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন।
বিগত বছরের ৯ আগস্ট আরজি করে ধর্ষণ ও খুন হন তরুণী চিকিৎসক। তাঁর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বাংলা। সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাকে আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয়েছে।