আর জি কর মামলায় রায় আর কয়েক ঘণ্টা পরেই, ফাঁসি নাকি যাবজ্জীবন, জোর চর্চা সব মহলে
আর কয়েক ঘণ্টা পরেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় রায় দেবে শিয়ালদহ আদালত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর কয়েক ঘণ্টা পরেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় রায় দেবে শিয়ালদহ আদালত।
গত বছর ৯ আগস্ট আর জি কর হাসপাতাল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে গোটা দেশে তোলপাড় পড়ে যায়। সিবিআই তদন্ত, বিচারের দাবিতে আন্দোলন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ—একের পর এক ঘটনাক্রম। আর আজ, শনিবার সেই মামলার রায় ঘোষণা হবে। শিয়ালদহ আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস এদিন বেলা ২টো ৩০ মিনিট নাগাদ রায় ঘোষণা করবেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এদিন দুপুরে রাজ্যবাসীর নজর থাকবে শিয়ালদহ আদালতে। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কি দোষীসাব্যস্ত হবে? ফাঁসির নির্দেশ দেবেন বিচারক? শুক্রবার থেকেই এসব প্রশ্নে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।