চুপিসারে আংটি বদল, এবার বিয়ের তোড়জোড়! ২০২৬-এর কবে নতুন ইনিংস শুরু করছেন বিজয়–রাশ্মিকা?

December 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৪: দীর্ঘদিন ধরেই টলিপাড়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে গুঞ্জন—বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দান্না নাকি খুব শিগগিরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। সাম্প্রতিক রিপোর্ট বলছে, সেই অপেক্ষার অবসান হতে পারে প্রত্যাশার থেকেও আগে। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ২০২৬ সালেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত এই তারকা জুটি।

জানা যাচ্ছে, গত অক্টোবরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত গোপনে আংটি বদল করেছেন বিজয় ও রাশ্মিকা। যদিও এখনও পর্যন্ত দু’জনের কেউই প্রকাশ্যে সম্পর্ক বা বাগদানের কথা স্বীকার করেননি, তবু বিজয়ের টিম নাকি তখনই ইঙ্গিত দিয়েছিল—ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক রিপোর্ট।

সূত্র বলছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক ঐতিহ্যবাহী প্রাসাদে বসতে চলেছে বিজয়-রাশ্মিকার বিয়ের আসর। ইতিমধ্যেই একটি হেরিটেজ প্রপার্টি চূড়ান্ত করা হয়েছে। বাগদানের মতোই বিয়েটিও রাখা হবে একেবারে ঘরোয়া, শুধুমাত্র পরিবারের সদস্য ও খুব কাছের মানুষদের নিয়েই। বিয়ের পর হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে কোনও রিসেপশন হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩ অক্টোবর হায়দরাবাদে ব্যক্তিগত অনুষ্ঠানে আংটি বদলের খবর প্রথম প্রকাশ্যে আসে। যদিও দু’জনেই নীরব ছিলেন, তবু বিজয়ের টিম সেই খবর নিশ্চিত করেছিল।

‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করা এই জুটিকে নিউ ইয়র্কের ইন্ডিয়া ডে প্যারেডেও একসঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি দু’জনের আঙুলে মিল থাকা আংটিও নজর এড়ায়নি ভক্তদের। এখন দেখার, কবে নিজেরাই সুখবরটি প্রকাশ্যে আনেন বিজয় ও রাশ্মিকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen