টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেও একদিনের সিরিজে সুযোগ পেলেন না রিঙ্কু!

সকলের নজর ছিল ভারতের প্রথম একাদশের দিকে।

December 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
সাই সুদর্শন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হয়েছে আজ রবিবার। সকলের নজর ছিল ভারতের প্রথম একাদশের দিকে। টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করা রিঙ্কু সিংয়ের অভিষেক আজ হয় কিনা সেদিকে নজর ছিল অনেকের। কিন্তু শেষে পর্যন্ত নিরাশ হতে হল রিঙ্কুর ভক্তদের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে অধিনায়ক রাহুল নেমেছেন রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, শ্রেয়স আয়ার, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, আবেশ খান এবং মুকেশ কুমারকে নিয়ে।

এই সিরিজে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, ঈশান কিশানরা। তাই ঋতুরাজ গায়কোয়াডের সঙ্গে কে ওপেন করবেন সেই নিয়ে জল্পনা চলছিল। সেই দৌড়ে এগিয়ে ছিলেন সাই সুদর্শন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। সুযোগ পেলেন এইত তরুণ ক্রিকেটার। বহুদিন পর দলে কামব্যাক করলেন উইকেটরক্ষক পিঞ্চ হিটার ব্যাটার সঞ্জু স্যামসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen