বৃষ্টিভেজা ম্যানচেস্টারে এক পা নিয়ে লড়াই করে ইতিহাস গড়লেন পন্থ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৭: ইংল্যান্ডের ম্যানচেস্টারে (Manchester) চলছে ভারত বনাম ইংল্যান্ড (India Vs England)চতুর্থ টেস্ট। প্রথম দিনেই পায়ে চোট পান ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ(Rishabh Pant)। দ্বিতীয় দিন ম্যানচেস্টারের বৃষ্টিভেজা আকাশের নিচে যেদিন ঋষভ পন্থ ব্যাট হাতে মাঠে নামলেন, তাঁর এক পা কার্যত আহত । তবুও তারপরে তাঁর ভয়ডরহীন মনোভাব আর দলের প্রতি দায়িত্ব দেখিয়ে যেভাবে তিনি জোফ্রা আর্চারের (Jofra Archer) বল সজোরে ছক্কা হাঁকালেন , তাতে গোটা ক্রিকেটবিশ্ব তাঁর খেলায় মুগ্ধ। কেউ তাঁকে বলছে ‘ফাইটার’, কেউ বা আবার ‘ওয়ারিওর’ — কারণ এই দিন তাঁর ক্রিকেট নয়, মানুষ ঋষভ পন্থের লড়াই মন জয় করে নিয়েছে সকল ক্রিকেট প্রেমীর ।
এই অসামান্য ইনিংসের সঙ্গে সঙ্গে গড়েছেন একের পর এক রেকর্ডও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখন সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটার তিনিই। রোহিত শর্মার(Rohit Sharma)২৭১৬ রানের নজির পেছনে ফেলে পন্থ পৌঁছে গিয়েছেন ২৭৩১ রানে, মাত্র ৩৮টি টেস্ট খেলেই। উল্লেখ্য, রোহিত এই রেকর্ড গড়েছিলেন ৪০টি ম্যাচে।
এখানেই শেষ নয়। বিদেশের মাটিতে সবচেয়ে বেশি অর্ধশতরান করা ভারতীয় উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেও টপকে গেছেন তিনি। ধোনির দখলে ছিল ৮টি হাফসেঞ্চুরি, পন্থের নামের পাশে এখন রয়েছে ৯টি। শুধু তাই নয়, চলতি সিরিজেই তাঁর ব্যাট থেকে এসেছে মোট ৫টি হাফসেঞ্চুরি—এক সিরিজে সবচেয়ে বেশি ফিফটি করা ভারতীয়র তালিকায়ও এখন শীর্ষে তিনি।
টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোর দিক থেকেও আরেক কিংবদন্তি বীরেন্দ্র শেহওয়াগের পাশে দাঁড়িয়ে পড়েছেন ঋষভ। শেহওয়াগ যেখানে ১০৩ টেস্টে ৯০টি ছক্কা মেরেছিলেন, পন্থ মাত্র ৪৬টি টেস্টেই ছুঁয়ে ফেলেছেন সেই সংখ্যাকে।