রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু ১৪ নভেম্বর, বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তিতে আলোড়ন ভারতীয় শিবিরে

November 4, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: ভারতীয় ক্রিকেটে আবারও এক নতুন তারকার আগমন ঘটতে চলেছে। মাত্র ১৪ বছর বয়সেই আলোচনায় উঠে এসেছে বৈভব সূর্যবংশী। দুবাইয়ে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা রাইজিং স্টারস এশিয়া কাপ-এ ভারতীয় ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পেয়েছে এই কিশোর প্রতিভা। মঙ্গলবার সকালে বিসিসিআই (BCCI) ঘোষণা করেছে দলটির নাম। দলের নেতৃত্বে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা, যিনি বর্তমানে মূল ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজে খেলছেন।

এই প্রতিযোগিতায় ভারতীয় ‘এ’ দল পড়েছে গ্রুপ বি-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে ওমান, ইউএই ও পাকিস্তান ‘এ’ দল। বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ‘এ’ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর, রবিবার, আর ফাইনাল ম্যাচ নির্ধারিত হয়েছে ২৩ নভেম্বর। অন্যদিকে, গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, বাংলাদেশ ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং।

দলে সুযোগ পেয়েছেন আইপিএল ২০২৫ মরশুমে নজরকাড়া পারফরম্যান্স করা তরুণরা—প্রিয়াংশ আর্য, নেহাল ওয়াধেরা, রমানদীপ সিং, আশুতোষ শর্মা ও অভিষেক পোড়েল। এই তারকারা ইতিমধ্যেই আইপিএলে নিজেদের নাম প্রতিষ্ঠা করেছেন।

ভারতের প্রথম ম্যাচ হবে ১৪ নভেম্বর ইউএই’র বিরুদ্ধে, আর শেষ গ্রুপ ম্যাচ ১৮ নভেম্বর ওমানের বিপক্ষে।
এছাড়া তানুশ কোটিয়ান ও গুরনূর সিং ব্রার-সহ পাঁচজন স্ট্যান্ডবাই খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে নির্বাচক কমিটি।

গত আসরের চ্যাম্পিয়ন আফগানিস্তান ‘এ’, যারা ২০২৪ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। এবারও প্রতিযোগিতা ঘিরে রয়েছে বিশেষ আগ্রহ, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে। আগের এশিয়া কাপে হাত মেলানো বিতর্কের পর, এবারের দ্বন্দ্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে।

১৪ বছরের বৈভবের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার বার্তা—ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে সোনালি, তা ফের প্রমাণ করল বিসিসিআই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen