অভিনয়ের পর এবার কবিতায়, ফরাসি ভাষায় প্রকাশিত হবে ঋতুপর্ণার প্রথম কবিতার বই
দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি তিনি যে কবিতার সঙ্গেও গভীরভাবে যুক্ত, তা এবার আনুষ্ঠানিকভাবে সামনে আসতে চলেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪০: বাংলা সিনেমার জনপ্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এবার নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি তিনি যে কবিতার সঙ্গেও গভীরভাবে যুক্ত, তা এবার আনুষ্ঠানিকভাবে সামনে আসতে চলেছে।
খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে তাঁর প্রথম কবিতার বই ‘মাই ব্যালকনি সি অ্যান্ড আদার পোয়েমস’, যা অনুবাদ হয়ে ফরাসি ভাষায় মুক্তি পাবে। আগামী ৩০ অগস্ট কলকাতার আলিয়ঁস ফ্রঁসেজ দ্য কলকাতা-তে হবে প্রকাশ অনুষ্ঠান।
ঋতুপর্ণার এই কাব্যগ্রন্থে ধরা পড়েছে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা। সংসার, সন্তান, কাজ, সব কিছুর মধ্যেও তিনি সময় বের করে লিখেছেন কবিতা (Poem), যাতে রয়েছে তাঁর শিল্পীসত্তার এক নতুন দিক। বহু বছরের লেখা এবার বই আকারে পৌঁছাবে পাঠকের হাতে।
যদিও বর্তমানে অভিনেত্রী চূড়ান্ত ব্যস্ততায় রয়েছেন। ২৯ আগস্ট ঋতুপর্ণার নতুন ছবি ‘বেলা’ মুক্তি পেয়েছে। ছেলের জন্মদিনে ছবির মুক্তি তাঁকে বিশেষভাবে আনন্দিত করেছে। স্বাধীনতার পরবর্তী সময়ে একজন স্বাধীনচেতা নারীর জীবনসংগ্রাম ও সাফল্যের কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি। রেডিও জকি থেকে রান্নার বইয়ের লেখিকা হয়ে ওঠা ‘বেলা’-র জীবনের ওঠাপড়া এই সিনেমায় তুলে ধরা হয়েছে।