প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে একের পর এক নজির রো-কো জুটির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.৪০: রাঁচিতে প্রোটিয়াদের খেলতে নেমে একের পর এক রেকর্ড গড়লেন রোহিত-কোহলি। কোহলি এবং রোহিত (Rohit Sharma and Virat Kohli) দু’জনে মিলে একসঙ্গে সব ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ৩৯২ ম্যাচ খেলেছেন। সচিন ও দ্রাবিড় সব ফরম্যাট মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলেছিলেন দেশের জার্সিতে। সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে গিয়েছে।
তালিকায় তিন নম্বরে রয়েছেন দ্রাবিড় ও সৌরব গঙ্গোপাধ্যায় জুটি। দু’জনে মিলে একসঙ্গে ৩৬৯ ম্যাচ খেলেছেন। চতুর্থে সচিন ও অনিল কুম্বলে জুটি একসঙ্গে খেলেছেন ৩৬৭ ম্যাচ। পঞ্চমে সচিন ও সৌরভ একসঙ্গে ৩৪১ ম্যাচ খেলেছেন।
একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের পার্টনারশিপের নিরিখে দু’নম্বরে উঠে এলেন রোহিত, কোহলি জুটি। ২৬টি শতরান পার্টনারশিপ হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর জুটির। তাঁরা প্রথম স্থানে। দ্বিতীয়, তিলকরত্নে দিলশান এবং কুমার সাঙ্গাকারা জুটি। কুড়িটি শতরান পার্টনারশিপ। রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটিরও কুড়িটি শতরানের পার্টনারশিপ হল আজ।
এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন রোহিত। আজ তিনটি ওভার বাউন্ডারি হাঁকানোর এক দিনের ক্রিকেটে এখন তাঁর ছক্কার সংখ্যা ৩৫২। এতদিন এই রেকর্ড ছিল পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে, এক দিনের ক্রিকেটে ৩৫১ ছক্কা মেরেছেন তিনি। ৩৯৮ এক দিনের ম্যাচ খেলে ৩৫১ ছক্কা মেরেছিলেন আফ্রিদি। রোহিত মাত্র ২৭৭ ম্যাচ খেলে ৩৫২ ছক্কা মেরেছেন।