এসএসকেএমে অস্ত্রোপচার করল রোবটিক যন্ত্রমানব, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে প্রথম কোনও সরকারি হাসপাতালে হল রোবটিক সার্জারি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৫: মঙ্গলবার জলাকীর্ণ শহরে এসএসকেএমে অস্ত্রোপচার করল রোবটিক যন্ত্রমানব। প্রশাসন সূত্রের খবর, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে রোবটিক সার্জারি চালু হল। হাসপাত সূত্রে খবর, শল্য ও স্ত্রী রোগ বিভাগের দুই রোগীর অস্ত্রোপচার হয়েছে। দুই বিভাগ মিলিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছ’জন চিকিৎসক অংশ নিয়ে ছিলেন। জানা যাচ্ছে, শল্যবিভাগের ৪৫ বছরের ওই রোগীর গলব্লাডারে স্টোন হয়েছিল। গলব্লাডারের দেওয়াল মারাত্মক মোটা হয়ে গিয়েছিল। রোবটের মাধ্যমে চারটি ফুটো করে ৩৫ মিনিটে ওই অস্ত্রোপচার করেন শল্য বিভাগের শিক্ষক চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, সিরাজ আহমেদ, রুদ্রদীপ বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি এসএসকেএমে নিঁখুত অস্ত্রোপচার করার জন্য অত্যাধুনিক রোবট উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পর ফের প্রমাণিত হল, বাংলা আজ যা ভাবে। দেশ তা ভাবে আগামী কাল। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ওই বাসিন্দা এখন সুস্থ রয়েছেন। শল্য বিভাগের পরে স্ত্রী রোগ বিভাগের ৪৬ বছরের রোগীর জরায়ু বাদ দেওয়া হয় রোবটিক সার্জারির দ্বারা। সময় লেগেছে প্রায় এক ঘন্টা। অস্ত্রোপচারের পর ওই রোগী সুস্থও আছেন। জানা গিয়েছে, বেসরকারি কোনও হাসপাতালে এই অস্ত্রোপচার দুটি করতে কয়েক লক্ষ টাকা খরচ হত। কিন্তু এই অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হল এসএসকেএমে।