করণের মুকুটে নয়া পালক, পুরস্কৃত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’

করণ জোহর গত বৃহস্পতিবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন যে, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ২৩ তম রিভার টু রিভার ফ্লোরেন্স ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ফিচার-ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়েছে

December 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চলতি বছরের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। করণ জোহর পরিচালিত এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চন। ছবিটি দর্শক থেকে সমালোচক উভয়েই প্রচুর ভালবাসা এবং প্রশংসা দুহাত ভরে দিয়েছেন। এবার সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে ছবিটি।

করণ জোহর গত বৃহস্পতিবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন যে, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ২৩ তম রিভার টু রিভার ফ্লোরেন্স ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ফিচার-ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়েছে।

‘রকি অর রানি’-র হাত ধরে সাত বছর পর পরিচালক হিসেবে দূর্দান্ত প্রত্যাবর্তন করণ জোহরের। সেই সঙ্গে এই সিনেমার মাধ্যমে রণবীর-আলিয়ার জুটি ইন্ডাস্ট্রিতে স্থায়ী জায়গা করেন নিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen