Open Era-এ সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতে নজির রোহন বোপান্নার

শনিবার ম্যাথু এবডেনকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন

January 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের রোহন বোপান্না অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলসের ট্রফি জিতে ওপেন যুগে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়লেন। এখন তাঁর বয়স ৪৩ বছর ১১ মাস।

শনিবার ম্যাথু এবডেনকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন। পুরুষদের ডাবলসে এটাই প্রথম গ্র্যান্ড স্লাম বোপান্নার। এর আগে মিক্সড ডাবলসে একটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। এর আগের গ্র্যান্ড স্লাম জয় ২০১৭ ফ্রেঞ্চ ওপেনে মিক্সড ডাবলসে কানাডার গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সাথে এসেছিল। প্রসঙ্গত, রোল্যান্ড গ্যারোসের জয়ও ছিল শেষবার কোনো ভারতীয় টেনিস গ্রান্ড স্ল্যাম জিতেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen