আইপিএলে সব থেকে বেশি শূন্য রানে আউট! লজ্জার রেকর্ড রোহিতের

আইপিএলে সব থেকে বেশি ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত। তাঁর আগে এই নজির ছিল হরভজন সিংহ, পার্থিব পটেল, মনদীপ সিংহ ও পীযূষ চাওলার। চার জনেই আইপিএলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন।

April 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

চেন্নাই সুপার কিংসের কাছে হারের পরে শুধু দল হিসাবে মুম্বই ইন্ডিয়ান্স নয়, দলের অধিনায়ক রোহিত শর্মাও আইপিএলে ব্যক্তিগত ভাবে লজ্জার রেকর্ড গড়েছেন। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে যান রোহিত। তার সঙ্গেই আইপিএলে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করলেন তিনি।

আইপিএলে সব থেকে বেশি ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত। তাঁর আগে এই নজির ছিল হরভজন সিংহ, পার্থিব পটেল, মনদীপ সিংহ ও পীযূষ চাওলার। চার জনেই আইপিএলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন।

এ বারের আইপিএলে ব্যাটে রান নেই রোহিতের। প্রথম সাত ম্যাচে তিনি যথাক্রমে ৪১, ১০, ৩, ৩৬, ২৮, ৬ ও ০ রান করেছেন। মোট রান মাত্র ১১৪। ১৬.২৮ গড়ে এই রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক।

বাঁ হাতি বোলারদের সামনে রোহিতের দুর্বলতা আরও এক বার দেখা গিয়েছে ধোনিদের বিরুদ্ধে। প্রথম ওভারে বাঁ হাতি পেসার মুকেশ চৌধরীর ভিতরে ঢুকে আসা বলে ব্যাট ছোঁয়ান রোহিত। শটের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না। সোজা মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen