ফের ভারতীয় শিবিরে COVID হানা, আক্রান্ত ক্যাপ্টেন রোহিত

শনিবার রোহিতের করোনা পরীক্ষা করা হয়

June 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইংল্যান্ড সফরে গিয়ে ভারতীয় দলে ফের হানা দিল কোভিড। এবার আক্রান্ত রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক আপাতত হোটেলের ঘরেই নিভৃতবাসে রয়েছেন।

শনিবার রোহিতের করোনা পরীক্ষা করা হয়। তার ফল পজিটিভ এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রবিবার সকালে টুইট করে এই খবর জানানো হয়েছে।

ভারত এবং লেস্টারশায়ারের প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনের খেলার শেষে ভারতীয় বোর্ড টুইট করে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবর জানায়।

আগামী ১ জুলাই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগে রোহিত সুস্থ হতে পারবেন কি না, সেটাই এখন প্রশ্ন।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড সফরে গিয়ে কোভিড আক্রান্ত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজে চারটি টেস্ট হওয়ার পরে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen