শুরু SinghamAgain-র শুটিং, জানেন কারা আছে?
রোহিত শেট্টি এবং অজয় দেবগনের জুটি সুপারহিট।
September 20, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রোহিত শেট্টি এবং অজয় দেবগনের জুটি সুপারহিট। গোলমাল ফ্র্যাঞ্চাইজি হোক কি সিংঘম ফ্র্যাঞ্চাইজি প্রত্যেকটি সিনেমা সুপারহিট। সিংঘমের বাজি রাও সিংঘম, সিম্বার ভালে রাও ও অক্ষয় কুমারের সূর্যবংশি দিয়ে কপ ইউনিভার্স তৈরি করেছেন পরিচালক রোহিত শেট্টি।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সিংঘমের তৃতীয় সিনেমার শুটিং শুরু করবেন। অবশেষে ১৬ই সেপ্টেম্বর পুজো দিয়ে রোহিত শেট্টি শুরু করলেন SinghamAgain-র শুটিং।
SinghamAgain-এ অভিনয় করছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রণভীর সিংহ ও প্রমুখ। সিংঘম ও সিংঘম রিটার্নস দুটোই সুপারহিট হয়েছিল। তাই এই তৃতীয় সিনেমাটি নিয়ে দর্শকদের উৎসাহ ভালই রয়েছে। তিন পুলিশ অফিসারকে আবারও একই সিনেমায় দেখার জন্য অপেক্ষায় দর্শক।